সম্ভাব্য পুঁজি: | ৫০০০০ টাকা থেকে ১০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | কংক্রিট বা টাইলসকে পেছনে রেখে মাটির তৈরি টেরাকোটা বিশ্ব বাজারে ব্যাপক সমাদৃত। এর রপ্তানি সম্ভাবনা উজ্জ্বল। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | মাটি, ডাইস, চুল্লি বা চুলা, ছুরি ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | সাধারণত শুকনো মৌসুম টেরাকোটা তৈরির উপযুক্ত সময়। প্রথমে এটেল মাটি সংগ্রহের পর কারিগর হাত দিয়ে এসব টেরাকোটার নকশা করেন। রোদে শুকানোর পর চুল্লিতে পোড়ানো হয়। তাপ সমান রেখে ১৬ ঘন্টা বিশেষ নিয়মে পোড়াতে হয়। |
|||
বাজারজাতকরণ: | বিদেশে এর প্রচুর চাহিদা থাকায় বিদেশীরাই টেরাকোটার প্রধান ভোক্তা। দেশেও এর চাহিদা রয়েছে। শোপিচের দোকানগুলোতে টেরাকোটার বিক্রি খুবই ভালো। দিন দিন শহরে এর কদর বাড়ছে। |
|||
যোগ্যতা: | শৈল্পিক দক্ষতা ছাড়া আর বিশেষ কোন দক্ষতার প্রয়োজন নেই। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন