সম্ভাব্য পুঁজি: | ২০০০০০ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | প্রতি মাসে ২৫ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | প্লাষ্টিকের ঘোড়া, দোলনা, ছোট রকিং চেয়ার, ছোট চেয়ার, স্লিপার ইত্যাদী ছোট্ট বাচ্চাদের খুবই পছন্দের খেলনা। বাচ্চাদের খেলনা বিক্রি সারা বছরইে চলে। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | কারখানা, প্লাস্টিক দানা, মারলেস পাউডার, এল গাথেন পাউডার, পিপি পাউডার, রিপিট, রশি, রং, ডাইস, স্ট্যাম্প মেশিন, ডাইস টেবিল, পাম্প মেশিন, ফাইনিং মেশিন ইত্যাদী। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রথমে প্লাস্টিক দানাগুলোকে মেশিনের সাহায্যে তরল করা হয়। এরপর ইলেকট্রিক নলের মধ্য দিয়ে স্টফের মাধ্যমে ডাইসে নির্দিষ্ট খেলনার আকার দেয়া হয়। ঠান্ডা হওয়ার পর ছাঁচ খুলে খেলনা বের করা হয়। |
|||
বাজারজাতকরণ: | ছোট স্টেশনারি দোকান থেকে শুরু করে বড় খেলনা শপে এসব খেলনা বিক্রি হয়। বিক্রি হয় ফুটপাতেও। |
|||
যোগ্যতা: | প্রশিক্ষণ প্রয়োজন। কেননা প্লাস্টিক দানা গলানোর ক্ষেত্রে সঠিক তাপ প্রয়োগ করতে হবে। দক্ষ শ্রমিক থাকলে অবশ্য চিন্তা নেই। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন