সম্ভাব্য পুঁজি: | ৫০০০০০ টাকা থেকে ৮০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ৩০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | খাট, ড্রেসিং টেবিল, সোফা, ওয়ার্ডরোব, শোকেস, ডাইনিং টেবিল, আলমারি, ফাইল কেবিনেট ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | রথমেই দোকানের জন্য জায়গা নির্ধারণ করতে হবে। সব সময় মানুষের যাতায়াত আছে বা যেখানে ফার্ণিচার বিক্রি হয় এমন জায়গা হলে ভাল হয়। যে এলাকায় জাহাজের পুরনো ফার্নিচার পাওয়া যায় সেখান থেকে কম দামে ফার্নিচার কিনতে হবে। যেমন চট্টগ্রামের ফৌজদারহাট ও ভাটিয়ারি। সেখান থেকে ফার্নিচার কিনে সার্ভিসিং করাতে হবে। বিক্রির উপযোগী করতে রং করাসহ যেখানে যা প্রয়োজন তাই দিয়ে পণ্যটিকে আকর্ষণীয় করতে হবে। |
|||
বাজারজাতকরণ: | উচ্চবিত্ত মধ্যবিত্ত সকল শ্রেনীর মানুষই ঘর সাজাতে জাহাজের পুরানো ফার্নিচারের উপর নির্ভর করে। এসব ফার্নিচার কম জায়গা দখল করে এবং দেখতে সুন্দর ও টেকসই বলে সবাই ফার্নিচারের চাহিদা বেশি। আভিজাত্যের প্রতীক হিসাবে জাহাজের ফার্নিচারের কদর রয়েছে ভোক্তার কাছে। এছাড়া বিভিন্ন করপোরেট অফিস সাজাতেও এ ধরনের ফার্ণিচার ব্যবহৃত হয়। |
|||
যোগ্যতা: | বিশেষ কোন যোগ্যতার প্রয়োজন নেই । |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন