সম্ভাব্য পুঁজি: | ৫০০০০০ টাকা থেকে ১০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | আধুনিক রাইসমিলে চাল শুকানোর ব্যবস্থা থাকায় উৎপাদন এর খরচ বেশি হয়। তবে এতে ৭৪ % পর্যন্ত চাল পাওয়া যায়। সাধারণত ধান থেকে চাল উৎপাদনের উপর নির্ভর করে এর লাভ। তবে সরেজমিন ঘুরে দেখা গেছে ধান কে চাল এ রুপান্তর করে মাসে ৫০ -৭০ হাজার টাকা রোজগার করা সম্ভব। বিশেষ করে ধানের খোসা বা ভূষি বিক্রি এ ব্যবসার বাড়তি লাভ। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | খোলা জায়গা ১০০০ বর্গ মি:, ঢাকা জায়গা ১২৫ বর্গ মি:, রাবার রোল শ্যালর টাইপ, ব্লেয়ার, রোলার প্রেস, কোনকে প্রলেপ দেওয়ার যন্ত্র, চেন পুলিং ৪২ টন ক্ষমতা, হাইড্রোমিটার, হেলো পাঞ্চ, স্ক্রুইড্রাইভার ইত্যাদী। |
|||
প্রস্তুত প্রণালি: | ধান সিদ্ধ করে শুকিয়ে নিয়ে মেশিনের সাহায্যে চাল করা হয়। ধানের খোসা ছাড়ানো মূলত এই মেশিনের কাজ। সিদ্ধ করা শুকনা ধান মেশিনে দিলেই মেশনের নিজস্ব পক্রিয়াতে চাল হয়ে বের হয়। |
|||
বাজারজাতকরণ: | বড় বড় চালের আড়তদারের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করা যায়। স্থানীয় কৃষকেরাও এখন চালের কলের ভোক্তা। ধান থেকে ছড়ানো খোসা /ভুসি গরু ছাগলের প্রধাণ খাদ্য বিধায় এরও বাজার চাহিদা ব্যাপক। |
|||
যোগ্যতা: | বিশেষ কোন যোগ্যতার প্রয়োজন নেই। চালের কলে কাজ করার জন্য শ্রমিক পাওয়া যায় সহজেই। আগে ঠিকমত ধান না শুকালে নানা সমস্যার সৃষ্টি হতো। এখন আধুনিক চালের কলের মেশিন পাওয়া যায় যেখানে বিদ্যুৎ এর সাহায্যে ধান সঠিকভাবে শুকানো যায়া। এখন আর তাই চাল কলে কোন ঝুঁকি নাই। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন