সম্ভাব্য পুঁজি: | ৫০০০০ টাকা থেকে ১০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | মানিব্যাগ বানাতে খুব বেশি খরচ হয় না। তাই অন্য যে কোন কাজের পাশাপাশি এই রকম একটি ফ্যাক্টরী করা যেতেই পারে। এর কাঁচামাল পাওয়াও সহজ। সাধারণত মানিব্যাগ তৈরিতে ফেলে রাখা ছোটখাটো ও ছেঁড়া চামড়া ব্যবহার করা হয়। আর রেকসিনের মানিব্যাগ বানাতে হলে ঢাকার বংশালে রেকসিন পাবেন এবং সেলুলয়েড পেপার পাবেন রাজধানীর সিদ্দিকবাজার ও বংশালে। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | কারখানার জন্য ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্য এবং প্রস্থের ঘর, টুকরো চামড়া, রেক্সিন, জিপার, সুতা, পেস্টিং সলিউশান, বোতাম, পলিয়েস্টার কাপর, চামড়া বা রেক্সিন সেলাই মেশিন, ডাইস মেশিন, হাতুরি, কাটিং ছুরি, স্টিকার, রানার, জিপার, সুতা, পেস্টিং সলিউশন, আস্তর, বোতাম, কাপড়, নেট, পেপার ও সেলুলয়েড পেপার। |
|||
প্রস্তুত প্রণালি: | চামড়া কিংবা রেকসিনকে মানিব্যাগের মাপে কাটতে হবে। রেকসিন হলে ভেতরে কাগজ আর চামড়া হলে এগুলোকে মাপমতো কাটতে হয়। এরপর ব্যাগের ওপরের অংশে গরম ডাইসের চাপ দিয়ে বিভিন্ন ছবি বা ব্রান্ডনামা ছাপ দেওয়া হয়। মানিব্যাগের পকেটে ছবি রাখার জন্য সেলুলয়েড পেপার দেওয়া হয়। এরপর সেলাই মেশিন দিয়ে সেলাই করে দুই পাশ থেকে টেনে টিপ বোতাম লাগিয়ে দিতে হয়। |
|||
বাজারজাতকরণ: | যে কোন বয়সের পুরুষ মানিব্যাগের প্রধান ক্রেতা। ইদানিং মেয়েরাও কিনছেন। গিফট শপ, কসমেটিকসের দোকান ছাড়াও ব্যস্ত রাস্তায় বসেও মানিব্যাগ বিক্রি করা যায়। |
|||
যোগ্যতা: | বিশেষ কোন যোগ্যতার প্রয়োজন নেই। পাশ্ববর্তী ডুব উন্নয়ন অদিদপ্তর কিংবা বিসিকে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া ঢাকার জিঞ্জিরা, কামরাঙ্গীরচর, রায়েরবাজার, যাত্রাবাড়ী , বংশাল ও কেরানীগঞ্জে মানিব্যাগ তৈরির কারকানা গুলো ঘুরে দেকতে পারেন। ২ থেকে ৫ দিন প্রশিক্ষণ নিলেই মানিব্যাগ বানানো যায়। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন