সম্ভাব্য লাভ: | সাধারণত উন্নতমানের ১টি বক্সের তৈরি খরচ ২৮ টাকা। বিক্রি হয় ৩২ টাকায়। সপ্তাহে পাঁচ হাজার বক্স তৈরি করলে লাভ থাকবে ১৫ থেকে ২০ হাজার টাকা। |
|||
---|---|---|---|---|
প্রয়োজনীয় উপকরণ: | কারখানার জন্য ঘর, মোটা কাগজ, হেনশিয়ার মেশিন, কর্গেট মেশিন, পেস্টিং মেশিন, প্রেশার মেশিন, স্টিচিং মেশিন ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | কারখানার জন্য বাণিজ্যিক বিদ্যুৎ (৪০০ ভোল্ট) লাগবে। বিদ্যুত না থাকলে তখন কাজ চালিয়ে যেতে ৩০ কিলোওয়াটের জেনারেটর লাগবে। প্রয়োজনীয় কাগজ মেশিন ঢুকিয়ে সাইজ মত বাক্স তৈরী করতে হবে। উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে খাবার, কসমেটিক্স, ঔষুধ, বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য রাখার বাক্স। |
|||
বাজারজাতকরণ: | যে কোন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এই ব্যবসায়ের প্রধান ভোক্তা। গার্মেন্টসগুলোতে এই বাক্সের প্রচুর চাহিদা রয়েছে। যোগাযোগ করে সরবরাহ নিশ্চিত করা যায়। |
|||
যোগ্যতা: | বিশেষ কোন যোগ্যতার প্রয়োজন নেই। ৫ থেকে ৭ দিন প্রশিক্ষণ নিলেই কাজ করা যায়। তাছাড়া মেশিন চালানোর জন্য দক্ষ শ্রমিক পাওয়া যায়। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন