সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | দিনে ১০০০ থেকে ২ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | স্থায়ী দোকান অথবা চাকা লাগানো ভ্যান গাড়ি/ টং দোকান। চায়ের কেটলি, চা পাতা, কফি, দুধ, চিনি, আদা। ২০ টা মগ বা কাপ (পিরিচসহ)। বেকারী বিস্কুট, কলা, সিলিন্ডার গ্যাস এর চুলা/ খড়ির চুলা। |
|||
প্রস্তুত প্রণালি: | নিজে না করতে পারলে শ্রমিক রেখেও করানো সম্ভব। চা বানানো কম বেশি সবাই জানেন। কফি তৈরীর প্রক্রিয়াও সহজ। পানি ফুটিয়ে তাতে লিকার, দুধ, চিনি মিশিয়ে নিলেই হয়। |
|||
বাজারজাতকরণ: | লোক সমাগম বেশি নয়তো অফিস পাড়াতে এরকম চায়ের দোকান করা যায়। একজন সাধারণ মানুষ দিনে ৩ থেকে ৫ কাপ চা পান করেন। আর তাই ক্রেতা নিজেই এখানে আসেন। কেবল পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারলেই ক্রেতার অভাব নেই। চায়ের সঙ্গে মানানসই কিছু মিশিয়ে টেস্ট বাড়ানোর চেষ্টা করা যেতে পারে। তাতে কুব দ্রুত আপনার চায়ের সুনাম ছড়িয়ে পড়বে। যেমন খেজুর গুড়ের চায়ের ব্যবস্থা রাখা যেতে পারে। নতুন কিছুই টানে সবাইকে। |
|||
যোগ্যতা: | এটা অনেকটাই সেবা মূলক ব্যবসা। তাই ভালো আচরণ প্রয়োজন। ক্রেতার মনে জায়গা নিতে পারলে একজন মানুষকেই বারবার ভোক্তা হিসাবে পাওয়া সম্ভব। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন