সম্ভাব্য পুঁজি: | ১০০০০০ টাকা থেকে ২০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | শ্রমিক ৫ জন (চারজন খাবার বন্টন করবেন, একজন বাবুর্চি)। উন্নত মানের টিফিন বক্স, প্রয়োজন অনুযায়ী প্লাস্টিক বা কাগজের বাক্স ইত্যাদি। সেইসঙ্গে লাগবে রান্নার উপকরণ যেমন- চাল, ডাল, তেল, লবন, মাছ, মাংস ইত্যাদি। রান্নার জন্য কিছু সরঞ্জাম যেমন- হাড়ি, পাতিল ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | ব্যস্ত মানুষ কাজের ফাঁকে ঘরের রান্নার স্বাদ খোঁজেন। সাধারণত মধ্যবিত্তরা এ এ খাবারের ক্রেতা। কম দামে ভালো খাবারের জন্য এই শ্রেনীর ক্রেতাকে টার্গেট করে প্রতিদিনের আইটেমে আনতে হবে চমক। নানা রকম ভর্তা, ছোট-বড় মাছ, সবজি রাখতে হবে। ভিন্নরকম কিছু করতে চাইলে সঙ্গে সামান্য মিষ্টির আয়োজন রাখা যেতে পারে। এসব রান্নায় পারদর্শী একজন বাবুর্চি দিয়ে খাবার প্রস্তুত করতে হবে। কারণ ক্রেতাদের জিহ্বা বলে দেবে আপনি এ ব্যবসায় কতটা সফল হবেন। টিফিন বক্স, প্লাস্টিকের ওয়ান টাইম বক্স কিম্বা কাগজের বাক্সেও খাবার সরবরাহ করা যায়। |
|||
বাজারজাতকরণ: | অনেক শিক্ষিত ছেলেরাও ঢাকা শহরে এ ধরনের ব্যবসা করছেন। নিজে করতে না চাইলে বিভিন্ন অফিসে খাবার পৌঁছানোর জন্য অল্প বেতনে কর্মচারী রেখে নিতে পারেন। বিভিন্ন করপোরেট অফিসে ঘুরে খাবারের অর্ডার নিতে হবে। সাধারণত মাস চুক্তিতে অর্ডার হয়। এখনতো শুধু অফিস আদালতেই নয় বিভিন্ন হোস্টেল এবং মেসেও এ ধরনের খাবারের চাহিদা বাড়ছে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন