সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | সাদা ভেসলিন, ল্যাম্প ব্ল্যাক (কালি), কর্পূর, রসৌত ও গোলাপ জল। প্রয়োজন পিতলের তৈরি ছোট কাজল রাখার পাত্র। |
|||
প্রস্তুত প্রণালি: | সরিষার তেলে জ্বালানো বাতির শিখার উপরে প্লেট রেখে সেখানে কালো ধোয়া জমতে দিতে হবে। তা থেকে সংগ্রহ করতে হবে কালি যাকে আমরা ল্যাম্প ব্ল্যাক বলছি। এরপর গোলাপ জলে রসৌত সারারাত ভিজিয়ে রেখে ভালোভাবে কালির সাথে মেশাতে হবে। সকালে কাপর দিয়ে ছেঁকে মিশ্রনটি আলাদা পাত্রে নিতে হবে। এ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্রে ভেসলিন নিয়ে সামান্য গরম করলে ভেসলিন গলে যাবে। গলিত ভেসলিনের সাথে ল্যাম্প ব্ল্যাক ও সামান্য কর্পূর ভালোভাবে মিশিয়ে আগুন থেকে নামিয়ে ফেলতে হবে। এর সাথে রসৌত ও গোলাপ জলের মিশ্রনটি ভালো করে মেশালেই তৈরি হয়ে যাবে নিরাপদ ও উপকারী কাজল। |
|||
বাজারজাতকরণ: | প্রধানত গ্রামীন জনপদে এর চাহিদা বেশি। শহরতলী এবং শহরের যেসব এলাকায় নিুবিত্তের সংখ্যা বেশি সেখানেও এর চাহিদা রয়েছে। মুদি দোকান, ছোট স্টেশনারি এবং কসমেটিকসের দোকানে কাজল সরবরাহ করা যেতে পারে। |
|||
যোগ্যতা: | বিশেষ কোন যোগ্যতার প্রয়োজন নেই। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন