সম্ভাব্য পুঁজি: | ১০০০০০ টাকা থেকে ২০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | এ্যালুমিনিয়ামের বিভিন্ন আকারের ছাঁচ, বড় কড়াই, হাতা ও খুন্তি। লেদ মেশিন কারখানায় অর্ডার দিয়ে বিভিন্ন আকারের ছাঁচ বানিয়ে নেয়া যায়। এমনকি বাজারে তৈরি ছাঁচও কিনতে পাওয়া যায়। এছাড়া আরো লাগবে প্যারাফিন ওয়াক্স, স্টিয়ারিক এসিড, ডেক্সলিন রং, ইউক্যালিপটাস অয়েল, সিটরোনেলা অয়েল, কর্পুর ও সুতা। |
|||
প্রস্তুত প্রণালি: | বড় কড়াইয়ে প্যারাফিন ওয়াক্স , ডেক্সলিন রং, ইউক্যালিপটাস অয়েল, সিটরোনেলা অয়েল, কর্পূর ও স্টিয়ারিক এসিড হালকা গরমে গলিয়ে আগেই সুতা পরানো ছাঁচে ঢেলে দিতে হবে। ছাঁচ ঠান্ডা হলেই তা মোমে পরিণত হবে। |
|||
বাজারজাতকরণ: | বাংলাদেশে মশার উৎপাদত খুব বেশি। এজন্য মশার কয়েলই আমরা বেশি ব্যবহার করি। তবে ঘন ঘন বিদ্যুত চলে যায় অথবা দীর্ঘসময়েও বিদ্যুত আসে না এরকম এলাকায় এ ধরনের মোমবাতি ব্যবহার ফলপ্রসূ হবে। আলো পাওয়া এবং একইসঙ্গে মশা তাড়ানো- এ যেন একের ভেতরে দুই! বিষয়টি ভালো করে প্রচার বা সম্প্রচার করতে পারলে ভালো লাভ হবে। পলিথিন প্যাকেটে ভরে মুদি দোকানে সরবরাহ করা যেতে পারে। পাইকারিও বিক্রি করা যাবে। |
|||
যোগ্যতা: | বিশেষ কোন যোগ্যতার প্রয়োজন নেই। দু’এক দিন প্রশিক্ষণ নিয়েই কাজটা করা যায়। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন