সম্ভাব্য পুঁজি: | ৫০০০০ টাকা থেকে ১০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | রাবারের একটি সিল তৈরিতে খরচ হয় ১০-২০ টাকা। বিক্রয়মূল্য ৫০-৭০ টাকা। ফ্ল্যাক্সো সিল তৈরির খরচ ৪০ থেকে ২৫০ টাকা। বিক্রি ২০০-৪০০ টাকা। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | রাবার, নেগেটিভ, কেমিক্যাল, আঠা ও কাঠের ডায়া। |
|||
প্রস্তুত প্রণালি: | ফ্ল্যাক্সো বা অটো ফ্ল্যাক্সো সিল পাইকারি কিনতে পাওয়া যায়। এগুলো চীন থেকে আসে। আর রাবার সিলের জন্য প্রথমে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ইত্যাদি তথ্য কম্পিউটার কম্পোজ করা হয়। এরপর কোনো স্টুডিওতে গিয়ে কম্পোজ করা তথ্য অন্ধকার ঘরে পজেটিভ উল্টোভাবে তুলতে হবে। এরপর তা রাবার শিটে ছাপ দিতে হবে। এরপর নির্দিষ্ট জায়গাটুকু কেটে কেমিক্যালে ডুবালেই নির্দিষ্ট লেখা ছাড়া বাকি রাবার নিচু হয়ে যাবে। রাবারের লেখা তৈরি হলে তা আঠা দিয়ে কাঠ কিংবা প্লাস্টিকের ডায়ার মধ্যে লাগিয়ে দিতে হবে। ব্যাস সিল তৈরি। |
|||
বাজারজাতকরণ: | যেকোনো অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান এমনকি আদালত, হাসপাতাল সবখানেই সিল প্রয়োজন। |
|||
যোগ্যতা: | বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন