সম্ভাব্য পুঁজি: | ৫০০০০০ টাকা থেকে ২৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | এ ব্যবসায় না নেমে আগে থেকে লাভের হিসাব করা সম্ভব নয়। তবে যিনি যত বেশি মেধা প্রয়োগ করবেন, ব্যবসায়িক কৌশল অবলম্বন করতে পারবেন, তিনি তত বেশি সফল হবেন। |
|||
সুবিধা: | এ ব্যবসায় সামাজিক অবস্থান এবং অর্থনৈতিক উন্নতি দুটোই একসঙ্গে পাওয়া যায়। এখানে স্বকীয়তা সৃজনশীলতার ছাপ রাখা যায় সহজেই। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | কম্পিউটার ও প্রুফ সেকশন। |
|||
প্রস্তুত প্রণালি: | বই ছাপানোর আগে প্রুফ দেখে নিয়ে প্রচ্ছদ রেডি করতে হবে। এরপর প্রিন্ট করা। বেশি বিনিয়োগকারীর পুরো সেটআপই নিজস্ব হতে পারে। নিজস্ব সেটআপ না থাকলেও প্রায় সব কাজই বাইরে থেকে করে আনা যায়। |
|||
বাজারজাতকরণ: | বইয়ের ভোক্তাকে নির্দিষ্ট গন্ডিতে আবদ্ধ করা যাবে না। শিক্ষিত এবং মুক্ত মনের অধিকারী সবাই বই কেনেন। |
|||
যোগ্যতা: | এ ব্যবসায় সঠিক পরিকল্পনা ও বিপণন দক্ষতার প্রয়োজন। সৃজনশীল মানুুষ এ ব্যবসায় ভালো করবেন। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন