সম্ভাব্য পুঁজি: | ৪০০০০০০ টাকা থেকে ৫০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | ভালো শিল্পীর গান নিয়ে সিডি বা ডিভিডি প্রকাশ করতে পারলে একটি সিডিতেই ৫০ লাখ থেকে ১ কোটি টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | বিনোদনের ধারাকে প্রবাহিত করা যায়। নতুন নতুন প্রতিভাকে বিকশিত করার সুযোগ দেয়া যায়। তেমনি সময়ের চাহিদা বুঝে বিনিয়োগ না করলে লোকসান হবার ঝুঁকি আছে। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রকাশনা প্রতিষ্ঠানের জন্য কমপক্ষে তিনটি টিম লাগবে। প্রথমদিকে ডিজাইনার টিমে একজন, ডিস্ট্রিবিউশন টিমে ছয়-সাতজন ও মার্কেটিং টিমে একজন লোক নিয়োগ করতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে দর্শকের চাহিদা মাথা রেখে শিল্পীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সিডি বা ডিভিডি প্রকাশ করতে হবে। খুবই সতর্কতার সঙ্গে বাজার মনিটরিং না করলে এই ব্যবসায় লোকসানের ঝুঁকি বেড়ে যায়। |
|||
বাজারজাতকরণ: | সারা দেশেই এর বাজার রয়েছে। সিডি ও ডিভিডি বিক্রি করে, এমন সব দোকানে পণ্য সরবরাহ করা যাবে। |
|||
যোগ্যতা: | কী ধরনের গান মানুষ বেশি শোনে, কী বিষয়বস্তু মানুষের পছন্দ অর্থাৎ মানুষের চাহিদাকে জানতে হবে। সর্বোপরি সুস্থ ও নির্মল বিনোদনের প্রতি মমতা থাকতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন