সম্ভাব্য লাভ: | একটি এক ঘণ্টার নাটকের জন্য মিনিমাম ২৫ থেকে ৩০টি দৃশ্যায়ন লিখতে হয়। আর এক ঘণ্টার নাটকের পাণ্ডুলিপির জন্য মিনিমাম পারিশ্রমিক ১০ থেকে ১৫ হাজার টাকা হয়। |
|||
---|---|---|---|---|
সুবিধা: | আমাদের দেশে এখন বেশ কয়েকটি টিভি চ্যানেল চালু রয়েছে। যার প্রত্যেকটিতেই নাটকের প্রচারের ব্যবস্থ্ াআছে। দেশে এখন প্রায় ২০টি টিভি চ্যানেল রয়েছে। প্রতিদিন একটি চ্যানেলে দুটি নাটক প্রচারিত হলে মাসে ১ হাজার ২০০ নাটক দরকার। যত বেশি নাটকের প্রচার হবে, তত বেশি নাটক বানানোর জন্য পাণ্ডুলিপি প্রয়োজন হবে। আমাদের দেশে এখন পর্যন্ত নাটকের পাণ্ডুলিপি লেখার জন্য খুব বেশি বাজার সৃষ্টি হয়নি। স্বনামে খ্যাত সাহিত্যিক ব্যক্তিরাই এখনো দাপটের সঙ্গে দখল করে রেখেছেন নাটকের পাণ্ডুলিপি লেখার কাজ। একটু সৃজনশীল, সাহিত্যমনা মানুষই ইচ্ছা করলে নাটকের পাণ্ডুলিপি লিখতে পারেন। প্রশিক্ষণ নেবার ব্যবস্থাও আছে। তবে যত বেশি বই পড়া যাবে পাণ্ডুলিপি লেখার কাজ তত সহজ হবে। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | নাটক বানান এমন প্রযোজকরাই মূলত এর ভোক্তা। একটু যোগাযোগ করেই পাণ্ডুলিপি বিক্রি করা যায়। লেখার মান ভালো হলে নাট্যকারই যোগাযোগ করে নেবেন। |
|||
যোগ্যতা: | নাটকের পাণ্ডুলিপি লিখতে হলে তাঁকে অবশ্যই সাহিত্যমনা হতে হবে। এবং প্রচুর বই পড়ার গুণ থাকতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন