সম্ভাব্য পুঁজি: | ৫০০০০০ টাকা থেকে ১০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | প্রতিদিন সাউন্ড সিস্টেম ভাড়া বাবদ পাওয়া যায় ৩ হাজার থেকে ৫ হাজার টাকা। |
|||
সুবিধা: | এ ব্যবসায় প্রধান সুবিধা হলো একবার বিনিয়োগ করলে এরপর পরিচালন ব্যয় ছাড়া আর কোনো খরচ হয় না। সারা বছর এর চাহিদা থাকে। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | স্পিকার, মনিটর, স্পিকার পাওয়ার, কনসোল, ভয়েস প্রসেসর, লাইট, তার, কেব্ল ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | একটি সিঙ্গেল প্লে¬য়ার সাউন্ড সিস্টেম ও লাইটিং পরিচালনার জন্য একজন সাউন্ড ইঞ্জিনিয়ার, একজন লাইন ডিজাইনার এবং দুজন সুপারভাইজার লাগবে। এ ব্যবসায় ভালো আয় করার জন্য যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালী হওয়া উচিত। |
|||
বাজারজাতকরণ: | বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন কিংবা কনসার্ট এর যেকোনো অনুষ্ঠানেই সাউন্ড সিস্টেম এবং লাইটিংয়ের ব্যবহার এখন চোখে পড়ে। এ ছাড়া বিভিন্ন রেস্টুরেন্ট, পার্টি সেন্টার মালিকদের সঙ্গে যোগাযোগ রাখার মাধ্যমে ভোক্তাসংখ্যা বাড়ানো যায়। |
|||
যোগ্যতা: | ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন