সম্ভাব্য পুঁজি: | ১০০০০০০ টাকা থেকে ২০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | দুটি এডিটিং প্যানেল, দুটি ক্যামেরা, লাইট, অন্যান্য সাপোর্টসহ ১৫ জন লোকবল নিয়ে কাজ করলে তিনটি নাটকের সিরিয়ালের কাজ করা সম্ভব। এ ক্ষেত্রে কর্মচারীদের বেতনসহ অন্যান্য খরচ মিটিয়ে মাস শেষে ২-৫ লাখ টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | যুগোপযোগী লাভজনক ব্যবসা। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | ক্যামেরা, প্যানেল, লাইট সিস্টেম, ট্রলি ও অন্যান্য যন্ত্রপাতি। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রোডাকশন হাউসের কর্ণধার হতে চাইলে প্রোডাকশনের সব বিষয়ে জ্ঞান থাকতে হবে। তা না হলে অভিজ্ঞ লোকবল নিয়োগ দিতে হবে। অনেক উইংস নিয়ে প্রোডাকশন হাউস চলে। তাই ছোট্ট একটা হাউস চালাতে ১৫ জনের মতো লোকবল প্রয়োজন। সর্বপ্রথম একটি সুন্দর অফিস নিতে হবে। এরপর ক্যামেরা, লাইট, এডিটিং প্যানেল, ট্রলি কিনে বা ভাড়ায় নিয়ে কাজ করা যাবে। |
|||
বাজারজাতকরণ: | টিভি চ্যানেল ও বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা প্রোডাকশন হাউসের ভোক্তা। |
|||
যোগ্যতা: | সৃজনশীল হতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন