সম্ভাব্য পুঁজি: | ২০০০০০ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | কম্পিউটার, ওয়েব ক্যামেরা, হেডফোন, প্রিন্টার ও ইন্টারনেট সংযোগ। |
|||
প্রস্তুত প্রণালি: | সহজে যাতায়াত করা যায় এবং সহজেই মানুষের চোখে পড়ে এমন জায়গা নির্বাচন করুন। শুরুতে পাঁচটি কম্পিউটার নিন। চারটি ছোট ছোট বুথ তৈরি করে চারটি কম্পিউটার রাখুন। আর একটি কম্পিউটার রাখুন অফিসের ব্যবহারের জন্য। কম্পিউটারের সঙ্গে ওয়েব ক্যামেরা, হেডফোন, ইন্টারনেট সংযোগসহ প্রিন্টার সংযোগ দিন। গ্রাহকের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে এই ব্যবসা আপনাকে নিয়ে যাবে সাফল্যের দিকে। সাইবার ক্যাফের সঙ্গে কম্পিউটার কম্পোজ, ই-মেইল এবং প্রিন্ট করার সুবিধা রাখুন। |
|||
বাজারজাতকরণ: | স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়–য়া শিক্ষার্থীরাই সাইবার ক্যাফের মূল ভোক্তা। |
|||
যোগ্যতা: | কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে। কম্পিউটারের বিভিন্ন সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। নিত্যনতুন ইন্টারনেট সার্ভিস সম্পর্কে ধারণা থাকতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন