সম্ভাব্য পুঁজি: | ৫০০০০ টাকা থেকে ১০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | ঘণ্টায় ২০ ডলার থেকে ১৩০ ডলার পর্যন্ত ইনকাম করার সুযোগ আছে। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | ভালো মানের একটি ইন্টারনেট কানেকশনসহ ল্যাপটপ/কম্পিউটার। |
|||
প্রস্তুত প্রণালি: | কোথায় পাওয়া যাবে কাজ : যে মার্কেট থেকেই আপনি কাজ নিন না কেন, সবার আগে আপনাকে সেখানকার নিয়ম মেনে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর আপনার কাজের দক্ষতা উল্লেখ করে একটি সিভি তৈরি করুন। নিজের সিভিতে লিখুন কী কাজ করতে চান। এবং তার জন্য ঘণ্টায় বা কাজের বিনিময়ে কত ডলার চান। তবে শুরুতে পারিশ্রমিক কম চাওয়াই ভালো। ভাগ্য ভালো থাকলে কাজ পেয়ে যাবেন দ্রুতই। নইলে কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। সে জন্য আপনার সিভির আপডেট করার পাশাপাশি নিয়মিত কাজের জন্য বিট করে যেতে হবে। একবার কাজ পাওয়া গেলে তা সময়মতো শেষ করুন। নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করা এ সেক্টরের কাজের জন্য বেশ সহযোগী। |
|||
যোগ্যতা: | এই বিভাগের কাজের জন্য আপনাকে সফটওয়্যার তৈরি করা জানতে হবে। এ জন্য বিভিন্ন প্র্রেগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন- জাভা, সি-শার্প, ভিজ্যুয়াল বেসিক, ডেটাবেইস (মাইএসকিউএল, ওরাকল, এমএস এসকিউএল সার্ভার) সম্পর্কে ভালো করে জানতে হবে। যত দক্ষ হবেন তত কাজ পেতে সুবিধা হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন