সম্ভাব্য পুঁজি: | ৫০০০০০ টাকা থেকে ১৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | ব্র্যান্ড ও চাহিদার ওপর ভিত্তি করে লাভ কমবেশি হতে পারে। ১০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত লাভ হয়। তা ছাড়া সার্ভিসিং চার্জ হিসেবেও আয় হয়ে থাকে। |
|||
সুবিধা: | এ ব্যবসার প্রধান সুবিধাটা হলো এ পণ্যগুলোর চাহিদা সব সময় থাকে। তা ছাড়া মূল পণ্যের পাশাপাশি সহায়ক পণ্যও বিক্রি করা যায়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | কম্পিউটার-অনুষঙ্গ মনিটর, ইউপিএস, স্পিকার, কি-বোর্ড, মাউস, পেনড্রাইভ, কেসিং, মডেম ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | পাইকারি দরে ঢাকার আইডিবি বা এলিফ্যান্ট রোডের হাই ম্যানশন ও মাল্টিপ্যাল সেন্টার থেকে পণ্য কিনে নিয়ে খুচরা বিক্রি করাই এ ব্যবসার মূল পন্থা। |
|||
বাজারজাতকরণ: | নিুবিত্ত মানুষ ছাড়া সবাই এই পণ্যের ভোক্তা। ইলেকট্রনিকস পণ্যের মার্কেটে দোকান নিতে পারলে ব্যবসা ভালো চলবে। অফিস-পাড়াতেও দোকান দেওয়া যেতে পারে। |
|||
যোগ্যতা: | এ ব্যবসায় ভালো করার জন্য, হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। নতুন তথ্য ও প্রযুক্তির সঙ্গে সার্বক্ষণিক যুক্ত থাকতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন