সম্ভাব্য পুঁজি: | ৫০০০০ টাকা থেকে ১০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | এক লিটার আগর তেল ৫ লাখ টাকা থেকে ৭ লাখ টাকায় বিক্রি করা যায়। |
|||
সুবিধা: | সৌদিআরব, দুবাই এর বাপক চাহিদা রয়েছে। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | আগর গাছ , বিশেষ ভাবে নির্মিত চুল্লী |
|||
প্রস্তুত প্রণালি: | আগর গাছ রোপণের ৪ বছর পর পুরো গাছে পেরেক ঢুকিয়ে আরো ৩ বছর রেখে দেওয়া হয়। এরপর গাছ কেটে ছোট ছোট টুকরো করে কিছুদিন পানিতে ভিজিয়ে রাখা হয়। সবশেষে বিশেষভাবে নির্মিত চুল্লিতে তাপ দিয়ে সিদ্ধ করতে হয়। সিদ্ধ করা আগর থেকে বিশেষ পদ্ধতিতে মূল্যবান আতর তৈরি করা হয়। |
|||
বাজারজাতকরণ: | আগর তেল ও আগর গাছের কাঠের টুকরো দুবাই, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছাড়াও ভারত ও সিঙ্গাপুরে অতি উচ্চমূল্যে বিক্রি হয়। |
|||
যোগ্যতা: | প্রশিক্ষন প্রয়োজন। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন