সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | একটি দেয়ালম্যাট তৈরিতে খরচ হয় ৮০-১০০ টাকা। বিক্রি ২৫০-৪০০ টাকা। |
|||
সুবিধা: | নতুন ও লাভজনক ব্যবসা। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | বালু, সিনথেটিক আঠা, রং। |
|||
প্রস্তুত প্রণালি: | এখানে আমরা একটি ওয়ালম্যাট তৈরি পদ্ধতি বর্ণনা করব। প্রথমে একটা পাতলা প¬াই নিন। পাইয়ের উপর পছন্দমতো ছবি বা নকশা আঁকুন। এবার সিনথেটিক আঠা দিয়ে বালি মাখুন। মাখা হলে প-াইয়ের ছবিতে অল্প পানি দিয়ে ভিজিয়ে নিয়ে আঠামাখা বালি বসিয়ে দিন। এরপর রোদে শুকান। বালি শুকিয়ে জমে গেলে তাতে রং করুন। কাজ শেষে বাঁধাই করে নিলেই তৈরি হলো বালির দেয়ালম্যাট। |
|||
বাজারজাতকরণ: | বিভিন্ন গিফট শপ, আইটেম শো-রুম ছাড়াও ছবি বিক্রির দোকানে সরবরাহ করতে পারেন বালির শিল্পকর্ম। |
|||
যোগ্যতা: | সৃজনশীল মানসিকতার পাশাপাশি প্রশিক্ষণ নিতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন