সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাটির হাড়ি, রং ও অন্যান্য খরচ মিলিয়ে একটি শখের হাঁড়ি তৈরিতে খরচ হয় ৭০-৮০ টাকা। বিক্রি হয় ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। খুচরা বিক্রিতে লাভ বেশি থাকে। |
|||
সুবিধা: | বাংলার ঐতিহ্যবাহী পণ্য হিসেবে শখের হাঁড়ির চাহিদা দিন দিন বাড়ছে। গায়ে হলুদ, খাতনা কিংবা বিয়েবাড়িতে তত্ব পাঠানোর জন্য এই হাড়ির ব্যবহার হয়। এ ব্যবসায় ঝুঁকি খুব কম। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | মাটির হাঁড়ি, রং, তুলি। |
|||
প্রস্তুত প্রণালি: | শখের হাঁড়ি তৈরির জন্য প্রথমেই লাগবে মাটির হাঁড়ি। তারপর পুরো হাড়িতে একটি রং দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর সেই রং শুকালে তার ওপর একাধিক রং দিয়ে আলপনা আঁকা হয়। আঁকা হয় ফুল, পাখি, হাতি-ঘোড়া, লতাপাতা ইত্যাদি। এ সবকিছুরই রয়েছে আলাদা শিল্পশৈলী। |
|||
বাজারজাতকরণ: | মেলা, কারুপণ্যের দোকান থেকে শুরু করে নগরীর নামীদামি হ্যান্ডিক্র্যাফটের দোকানেও সরবরাহ করা যায় শখের হাঁড়ি। |
|||
যোগ্যতা: | সৃজনশীল হতে হবে। এ ছাড়া আঁকাআঁকির হাত ভালো থাকতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন