সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | একটি টুপি তৈরি করতে খরচ পড়ে ২০ থেকে ৫০ টাকা। বিক্রয়মূল্য ৩০ থেকে ৮০ টাকা। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | কাপড়, সুই-সুতা, কাচি, সেলাই মেশিন, ডিজাইন পেপার ও নীল। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রথমে কাপড় টুপির সাইজ অনুযায়ী কেটে নিতে হবে। এরপর টুপির কাপড়ের ওপরের অংশে ডিজাইন পেপার বসিয়ে নীল দিয়ে ছাপ দিতে হবে। ছাপের ওপর হাতে সুই-সুতা দিয়ে কারু কাজ করতে হবে। খেয়াল রাখতে হবে, নীলের পরিমাণ যেন বেশি না হয়। এবার কাপড় টুপির সাইজ অনুযায়ী চারদিকে সেলাই করলেই হয়ে গেল টুপি। |
|||
বাজারজাতকরণ: | মুসলমান পুরুষ এর ভোক্তা। ঢাকার বায়তুল মোকাররম ও দেশের সকল বিপণি দোকানে বিক্রি করা যায়। ইন্দোনেশিয়া ও সুদানে এর ব্যাপক চাহিদা রয়েছে। তাই রপ্তানির সুযোগ রয়েছে। |
|||
যোগ্যতা: | সেলাই করা জানতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন