সম্ভাব্য পুঁজি: | ৫০০০০ টাকা থেকে ১০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | একটা শো-পিস তৈরিতে খরচ হয় ২০ থেকে ১০০ টাকা। বিক্রি হয় ৮০ থেকে ৫০০ টাকায়। খুচরা বিক্রি করলে লাভ আরও বেশি থাকে। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | গরু-মহিষের শিং, হরিণের শিং, শিং কাটার ছোট ছোট অস্ত্র যেমন : দা, ছুরি, ব্লেড। |
|||
প্রস্তুত প্রণালি: | শিঙের শো-পিস তৈরির জন্য কাঁচা শিং কয়েক দিন পানিতে ভিজিয়ে রাখতে হয়। তারপর সেই ভেজা শিং লোহার নানা রকম যন্ত্র দিয়ে কেটে তৈরি করতে হয় হরেক রকম শো-পিস। কিছু শো-পিসে শিংয়ের সঙ্গে হাড়ও ব্যবহৃত হয়। |
|||
বাজারজাতকরণ: | বিভিন্ন গিফট শপ, মার্কেটের দোকান, হস্তশিল্পের দোকানে বিক্রি হয় এসব শো-পিস। খুচরাও বিক্রি করতে পারেন পরিচিতজনদের কাছে। |
|||
যোগ্যতা: | দু-এক দিন প্রশিক্ষণ নিয়েই শিং থেকে শো-পিস তৈরি করা যায়। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন