সম্ভাব্য পুঁজি: | ২০০০০০ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা বা তারও বেশি আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান হয়। একাগ্রতা আর পরিশ্রম থাকলে একটি দোকান থেকে অনেক দোকান করা সম্ভব। চেইন বিজনেসে নিজের ব্রান্ড নিয়ে আসা সম্ভব। একজন ব্যবসায়ি কেবল নিজেই নিজের বস হতে পারে। আমরা বলি ব্যবসা করো নিজেই নিজের বস হও। ডু বিজনেস, বি ইওর বস। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | লোক সমাগম বেশি এমন জায়গায় পছন্দ করতে হবে। কাষ্টমারের দৃষ্টিআকর্ষন করতে মনোরম ডেকোরেশন করার পাশাপাশি খাদ্যের মান কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ফাষ্টফুড খাবারে হাই ক্যালরি থাকে বলে স্বাস্থ্য সচেতন মানুষ এড়িয়ে চলতে চায়। ফাষ্টফুডকে এডিয়ে নয় ক্যালরি মেইনটেইন করে যেন সকল মানুষ এর ভোক্তা হতে পারে সে দিকে মনোযোগ দিতে হবে। খাবারে ক্যালরির মান তুলে ধরে নতুনত্ব আনা যেতে পারে। দোকান, ফার্নিচার, ফ্রিজ, ওভেন, জুস মেকার, কফি মেকারসহ সকল কিছুকে জীবানুমুক্ত রাখতে হবে। প্রয়োজনে কাষ্টমারের আস্থা অর্জনে তা প্রদর্শনের ব্যবস্থা রাখতে হবে। আগে থেকে খাবার তৈরি করে না রেখে তাতক্ষনিক খাবার তৈরি করে দেওয়ার সুবিধা রাখতে হবে। পরিবেশনের পাত্রে আভিজাত্য আনতে হবে। ফাষ্টফুডের অসংখ্য দোকানকে প্রতিযোগিতার দৌড়ে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। নিজের সৃজনশীলতার প্রকাশ ঘটিয়ে নিজের কাজকে ভালোবাসতে হবে। |
|||
প্রস্তুত প্রণালি: | ফাষ্টফুডের জন্য প্রযোজ্য খাবার আগে থেকে তৈরী করে না রেখে প্রসেস করে এগিয়ে রাখা যেতে পারে। সুন্দর করে সাজিয়ে পরিবেশনে চমক আনতে হবে। |
|||
বাজারজাতকরণ: | আপনার স্বকীয়তা প্রকাশ করতে পারলে ক্রেতা নিজেই পন্যের কাছে আসবে। সময় নিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করা জানতে হবে। নিজের কাজের উপর নিজের আস্থা রাখতে হবে। ভালোবেসে লেগে থাকলে সফলতা আসবেই। মনে রাখতে হবে ব্যস্ত মানুষ মাত্রই ফাষ্টফুডের ভোক্তা। লেগে থাকলে সাফলতা আসবেই। ক্নিরেতা আসবেই প্রতিষ্ঠানের প্রচারে নিতে হবে নানা উদ্যেগ। সামাজিক যোগাযোগ মাধ্যমকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এছাড়াও বিভিন্ন অফিসে যোগাযোগের মাধ্যমে খাবার সাপ্লাইয়ের কাজ করা যেতে পারে। |
|||
যোগ্যতা: | বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই তবে খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কে জানা থাকলে ভালো। নতুন নতুন ডায়েট পদ্ধতি জেনে সে হিসাবে খাদ্যপণ্য উপস্থাপন করতে পারলে মানুষের আস্থায় জায়গা পাওয়া সম্ভব। ব্যবসার মূলমন্ত্র ক্রেতার আস্থা পাওয়া। ডু বিজনেস, বি ইওর বস।
|
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন