সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | একটি পুতুল তৈরিতে ২০ থেকে ২৫০ টাকা পর্যন্ত খরচ হয়। বিক্রি করা সম্ভব ৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | রঙিন কাপড়, তুলা, উল, প্লাস্টিক, রাবার, আঠা, সুতা, কাপড়ের রং, কৃত্রিম চুল, সুচ, কাঁচি, হাতুড়ি, তার, ব্যাটারি। |
|||
প্রস্তুত প্রণালি: | পুতুল এবং তার ধরন অনুযায়ী কাপড় কেটে ভেতরে তুলা দিয়ে এর আকার তৈরি করা হয়। এরপর সুতা, উল দিয়ে এর বাহ্যিক দিক সাজানো হয়। প্লাষ্টিকের চোখ, চুল, হাত, মুখ তৈরি করে নিয়ে মূলত নকশাটাকে জীবন্ত করে তোলা হয়। |
|||
বাজারজাতকরণ: | উৎসব ছাড়াও বাচ্চাদের মন ভোলাতে অভিভাবকদের কাছে পুতুলের বিকল্প এখনো কিছু তেমন জানা নেই। বর্তমান সময়ে এসে তো শুধু বাচ্চা নয়, বড়রাও পুতুলকে সঙ্গী করে নিচ্ছে। সুন্দর তুলতুলে নরম একটা বড় পুতুল এখন ছোট-বড় সবারই প্রিয় বস্তু। বড় বড় শপিং মল ছাড়াও কিডস কর্নার বা কিডস-শপগুলোতে পুতুলের চাহিদা রয়েছে। |
|||
যোগ্যতা: | সৃজনশীল হওয়াটা জরুরি। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন