সম্ভাব্য পুঁজি: | ৫০০০০ টাকা থেকে ১০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | ৬০ শতাংশ পর্যন্ত লাভ করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | সেলাই মেশিন, হাতুড়ি, কাঁচি, নানা রকম কাপড়, সুতা, চেইন, স্টিকার, বকলেস, আইলেস, ফিতা ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | কাপড় কেটে মেশিনের সাহায্যে সেলাই করে নানা রকম ডিজাইনের ব্যাগ তৈরি করা হয়ে থাকে। আকর্ষণীয় করতে ব্যাগে নানা ডিজাইন আনা হয়। এজন্য স্টিকার, বকলেস, আইলেস, ফিতার ব্যবহার করা হয়। |
|||
বাজারজাতকরণ: | ছাত্রছাত্রীরা মূলত এর ক্রেতা হলেও এখন সব শ্রেণীর মানুষই এই ব্যাগ ব্যবহার করে থাকে। চাহিদা তাই বেশি। যেকোনো শপিং মল, স্টেশনারি দোকান সর্বত্রই এর চাহিদা। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন