সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | ধরা যাক একটি কলমদানি তৈরিতে খরচ হলো ৩০ টাকা। সাধারণত এর বিক্রয় মূল্য কখনো-কখনো ৫০/১০০ টাকাও হয়। সে ক্ষেত্রে ৫০ শতাংশ লাভ। |
|||
সুবিধা: | অল্প পুঁজিতে ঘরে বসেই করা যায়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | টিস্যু পেপার, আইকা, রং, জলরং, ফেব্রিকস, নানা রকম তুলি, কালার প্লে¬ট এবং লোহা বা গ্রিলের রং। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রথমে সাদা টিস্যু পেপার ছিঁড়ে পানিতে ভেজাতে হবে। এক মিনিট পর পানি ছেঁকে টিস্যুর মন্ড আলাদা করে পরিমাণমতো আইকা বা গাম মেশাতে হবে। এরপর তৈরি করা মন্ড বিভিন্ন আকারের ডাইস বা ছাঁচে ফেলে গড়তে হবে নানা আকারের শো-পিস। সবশেষে আকর্ষণীয় করতে নানা রকম রঙের ব্যবহার করতে হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে পেঙ্গুইন, ফুলদানী, ফুলের টব, মাছ, পাখি, কলমদানীসহ নানা জিনিস। |
|||
বাজারজাতকরণ: | বড় বড় শপিং মলগুলোতে/যারা শো-পিস বিক্রি করেন/হ্যান্ডিক্র্যাফটের দোকানগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারলে বিক্রির নিশ্চয়তা থাকবে। নিজেও বিক্রি করা যাবে। আর বাজারজাতকরণের পরেই নিশ্চিত লাভ। |
|||
যোগ্যতা: | যেকোনো সৃজনশীল মানুষই এটা করতে পারে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন