সম্ভাব্য পুঁজি: | ৪০০০০ টাকা থেকে ৬০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | একটি গয়নার বাক্স তৈরিতে কাঁচামাল ও শ্রমসহ খরচ হবে ২৫-৩০ টাকা। বিক্রয়-মূল্য ৪০-৫০ টাকা। প্রতি পিস গয়নার বাক্সে লাভ থাকে ১৫ থেকে ২০ টাকা। সে ক্ষেত্রে লাভ ৩০ থেকে ৪০ শতাংশ। |
|||
সুবিধা: | অল্প পুঁজিতে ঘরে বসেই করা যাবে। ঝুঁকিহীন লাভজনক ব্যবসা। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | হার্ড পেপার, ব্রাউন পেপার, আইকা ও প্লাস্টিক রং ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রথমে হার্ড পেপার একটা নির্দিষ্ট মাপে মেশিনে দিয়ে কেটে নিতে হবে। কাটা হার্ড পেপারে আইকা আঠা দিয়ে ব্রাউন পেপার লাগাতে হবে। এরপর ব্রাউন পেপারের ওপর নকশা এঁকে তাতে তুলি দিয়ে প্লাস্টিক রং লাগাতে হবে। সবশেষে হার্ড পেপারের আলাদা টুকরাগুলো আইকা দিয়ে জোড়া লাগাতে হবে। বাক্সের চারদিকে চার টুকরা এবং ওপর-নিচে দুই টুকরাসহ মোট ছয় টুকরা হার্ড পেপার জোড়া দিয়ে স্কয়ার বাক্স তৈরি করা যাবে। |
|||
বাজারজাতকরণ: | বড় বড় গিফট শপের হ্যান্ডিক্র্যাফটের দোকান বা গয়নার দোকানে এর ব্যাপক চাহিদা রয়েছে। পণ্যের মান ও নতুনত্ব দেখাতে পারলে নির্দিষ্টভাবেই চুক্তিবদ্ধ হয়ে রেগুলার পণ্য বিক্রি করা যায়। |
|||
যোগ্যতা: | সৃজনশীল যেকোনো মানুষ এটা করতে পারেন, তবে যাঁদের আঁকার হাত ভালো তাঁরা এটা আরো ভালো করতে পারবেন। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন