সম্ভাব্য পুঁজি: | ১০০০০০ টাকা থেকে ২০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ২০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা আয় সম্ভব। |
|||
সুবিধা: | এটি একটি যুগোপযোগী ব্যবসা। চাহিদা অনেক থাকায় ঝুঁকির পরিমাণও কম এবং লাভও ভালো। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | আম, পেপে, তরমুজ, বাংগি, আনারস, আনার, ব্লেন্ডার, জুস মেকার, বরফ বক্স। |
|||
প্রস্তুত প্রণালি: | লোক সমাগম বেশি এমন জায়গায় দোকান নিতে হবে। সম্ভব না হলে চাকা লাগানো ছোট্ট দোকান নিতে হবে। যা প্রয়োজনে এক জায়গা থেকে অনত্র সরিয়ে নেওয়া যাবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমতিপত্র প্রস্তুত করে দোকান সাজিয়ে নিতে হবে। সারা বছর পাওয়া যায় এমন মৌসুমী ফলের যেমনÑ আম, পেপে, তরমুজ, বাংগি, আনারস, আনার ইত্যাদি দিয়ে জুস করতে হবে। পরিস্কার পরিচ্ছন্নতার নজির স্থাপন করলে দোকানের ভিড় কমবে না কখনোই। |
|||
বাজারজাতকরণ: | যে কোন মানুষ এ ব্যবসার ভোক্তা হতে পারে। স্কুল-কলেজ, মার্কেট, পার্কের পাশে এ ব্যবসা ভালো চলবে। |
|||
যোগ্যতা: | বিশেষ কোন যোগ্যতার প্রয়োজন নেই। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন