সম্ভাব্য পুঁজি: | ১০০০০০ টাকা থেকে ৩০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ২০ থেকে ৪০ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | কারখানার, হলুদ, মরিচ, জিরা, ধনে, পাঁচফোড়ন, ব্লে¬ন্ডিং মেশিন ও অটো প্যাকেজিং মেশিন ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | মসলার উপকরণ কাঁচামাল কিনে রোদে শুকিয়ে মেশিনে গুঁড়া করে অটোমেটিক মেশিনে প্যাকেট করে বিক্রয়ের উপযোগী করতে হবে। |
|||
বাজারজাতকরণ: | রান্নার প্রধাণ উপকরণ গুরা মশলা তাই এর চাহিদা সবত্র। স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি মুদি দোকান এবং শহরের আধুনিক সুপার শপেও সরবরাহ করা যায়। বিদেশেও রপ্তানির সুযোগ রয়েছে। |
|||
যোগ্যতা: | বাজারজাতকরণ ও কাঁচামাল ক্রয়ে দক্ষ হতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন