সম্ভাব্য পুঁজি: | ২০০০০০ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | কারখানার জন্য জায়গা, গ্যাস ওভেন, প্যাকেটজাত করার মেশিন, ডাইস, ধবটার ছুরি, ভ্যান ও চালক, আটা, ময়দা, চিনি, তেলসহ নানা রকম খাদ্যপণ্য। |
|||
প্রস্তুত প্রণালি: | বেকারিতে উৎপাদন করা খাদ্যপণ্যগুলো হলো পাউরুটি, বিভিন্ন ধরনের বিস্কুট, কেক, ইত্যাদি। পাউরুটি বানানোর প্রক্রিয়া থেকে কেক এবং বিস্কুট তৈরির পদ্ধতি সম্পূর্ণ আলাদা। আটা মাখিয়ে খামির বানিয়ে নিয়েই মূলত এসব পণ্য উৎপাদন করতে হয়। নির্দিষ্ট প্রক্রিয়াতে পণ্য উৎপাদন করা শেষে প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করতে হবে। |
|||
বাজারজাতকরণ: | বেকারিতে উৎপাদিত এসব পণ্য যেকোনো এলাকায় অবস্থিত মুদি দোকানে বিক্রি করা যাবে। আবার নিজস্ব শো-রুমেও বিক্রি করা যাবে। এ ছাড়া সুপার শপগুলোতেও বিক্রি করা যায়। পণ্য পরিবহনের জন্য নিজস্ব পরিবহন-ব্যবস্থা রাখা এ ব্যবসার একটি শর্ত বলা চলে। |
|||
যোগ্যতা: | বেকারি পণ্য বানাতে পারেন, এমন দক্ষ কর্মী নিয়োগ দিতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন