সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | প্রতিদিন ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | চাহিদা অনুযায়ী বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এ ব্যবসা করা যায়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | ভ্যানগাড়ি, চালক, আইসক্রিম। |
|||
প্রস্তুত প্রণালি: | আইসক্রিম বিক্রির উপযোগী গাড়ি কিনে বিভিন্ন কোম্পানির আইসক্রিম নিতে হবে। এরপর গাড়িতে করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করতে হবে। লোকসমাগম বেশি, এমন জায়গায় ঘুরে আইসক্রিম বিক্রি করতে হবে। |
|||
বাজারজাতকরণ: | বিভিন্ন স্কুল, কলেজের সামনে এই আইসক্রিমের বিক্রি ভালো হবে। তা ছাড়া পার্ক, খেলার মাঠ এবং আবাসিক এলাকাতেও এর বিক্রি ভালো। |
|||
যোগ্যতা: | বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন