সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | একটি কেক তৈরিতে খরচ হয় ৭ থেকে ৯ টাকা। বিক্রি হয় ১৫ থেকে ২০ টাকায়। দিনে ৮০০ থেকে ১ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | কাচঘেরা তিন চাকার ভ্যানে ডিম দিয়ে তৈরি ভ্রাম্যমাণ কেকের দোকান। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | গ্যাস সিলিন্ডার, ডিম, চালের গুঁড়া, দুধ, পনির, ঘি, লবণ, এসেন্স ও বেকিং পাউডার। |
|||
প্রস্তুত প্রণালি: | ডিম, চালের গুঁড়া, দুধ, পনির, ঘি, লবণ, এসেন্স ও বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে খামির বানানো হয়। এবার চুলা জ্বালিয়ে ননস্টিক খাঁজের দুই ভাগে খামির দিতে হবে। এবার খামিরের ওপর ডিম দিয়ে দুই পাশের খাঁজ ভাঁজ করে ডিমকে চাপা দিতে হবে। কিছুক্ষণ তাপে রাখলেই কেক তৈরি। |
|||
বাজারজাতকরণ: | কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীরা এই কেক খুবই পছন্দ করে। |
|||
যোগ্যতা: | এই কেক বানাতে কোনো বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই। শুধু এক দিন বানানোর পদ্ধতি শিখে নিলেই হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন