সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | এক কেজি ভুট্টার পপকর্ন বিক্রি হয় ৩০০ থেকে ৩৫০ টাকায়। উৎপাদনে খরচ হয় ৮০ থেকে ১০০ টাকা। |
|||
সুবিধা: | হালকা খাবার হিসেবে পপকর্ন একটি জনপ্রিয় খাদ্য। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | ভুট্টা, তেল, লবণ এবং সিলিন্ডার গ্যাস। |
|||
প্রস্তুত প্রণালি: | এ ব্যবসার জন্য চাকাযুক্ত বাক্স বানাতে হবে। পপকর্ন তৈরির জন্য লোহার ডাইস, ঢাকনা, মোটর ও ব্যাটারি লাগবে। তা ছাড়া পপকর্ন ভাজার জন্য গ্যাস বার্নার ও সিলিন্ডার লাগবে। ভুট্টা বিশেষ প্রক্রিয়ায় ভাজলেই পপকর্ন হয়। |
|||
বাজারজাতকরণ: | সাধারণত স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা এর প্রধান ভোক্তা। তা ছাড়া মার্কেট ও বাসের যাত্রীরাও এর ভোক্তা। বিভিন্ন পথ-হকারদের সঙ্গে চুক্তি করে এই ব্যবসা করা যায়। |
|||
যোগ্যতা: | পপকর্ন বানানো জানা ছাড়া অন্য কোনো যোগ্যতার দরকার নেই। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন