সম্ভাব্য পুঁজি: | ৫০০০০০ টাকা থেকে ১০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | এটি একটি সম্ভাবনাময় ব্যবসা। ঝুঁকির মাত্রা কম এবং লাভজনক। দিনকে দিন বাড়ছে অর্গানিক খাবারের চাহিদা। নিজেকে সুস্থ রাখার জন্য ক্রেতারা ঝুঁকছে অর্গানিক খাবারের প্রতি। ক্রমবর্ধনশীল চাহিদার কারণে অর্গানিক খাবারের ব্যবসা হতে পারে আদর্শ ব্যবসা। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | অর্গানিক উপকরণ। |
|||
প্রস্তুত প্রণালি: | এই ব্যবসা শুরু করতে ভালো একটি পরিকল্পনা করতে হবে। চাহিদা নির্ধারণ করে উপযুক্ত স্থানে দোকান দিতে হবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বস্ত কৃষক খুঁজে বের করা। সব ধরনের সার ও কীটনাশকমুক্ত কৃষিপণ্যকেই অর্গানিক পণ্য বলা হয়। অর্গানিক পণ্য স্বাস্থ্যের জন্য ভালো। তা ব্যাপকভাবে প্রচার করতে হবে। অর্গানিক উপকরণ কী কী হবে তা নির্ধারণ করতে হবে। সবজির ক্ষেত্রে ক্রেতাদের চাহিদা কী পরিমাণ তার ধারণা রাখতে হবে। |
|||
বাজারজাতকরণ: | অর্গানিক পণ্যের দাম একটু বেশি হওয়াতে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর স্বাস্থ্যসচেতন মানুষ এর ভোক্তা হবেন। বিভিন্ন মেগা শপগুলোতে পণ্য সরবরাহ করা যায়। |
|||
যোগ্যতা: | ভোক্তাদের বিশ্বাস অর্জন করার জন্য ভালো আচরণ দরকার। পাশাপাশি অর্গানিক পণ্য সম্পর্কে ধারণা থাকতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন