সম্ভাব্য পুঁজি: | ৫০০০০০ টাকা থেকে ১০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | প্রতিদিন ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত লাভ করা যায়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | কাভার্ড ভ্যান গাড়ি, ওয়ান টাইম ইউজ থালা, বাটি, গ্লাস, বোতলজাত পানি, ওভেন, ফ্রিজ, সিলিন্ডার গ্যাস এবং চুলা, কফি মেশিন, জুস মেকার ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | ভোক্তার চাহিদা অনুযায়ী সকাল ও বিকালের নাস্তাসহ দুপুর ও রাতের খাবার প্রস্তুত করে দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। সব ধরনের খাবার হয়তো বণ্টন করা সম্ভব না। তবে, খাবারের ভিন্নতা আনতে প্যাকেটজাত খাবার, ফাস্টফুড, জুস, বিরিয়ানি, ভর্তা ভাত, ভুনা খিচুড়ির মতো আইটেম রাখতে হবে। বিকেলের নাশতায় নতুনত্ব আনা যেতে পারে। চিড়া, দই, রুটি মাংস, মিষ্টি পরোটা থাকতে পারে। |
|||
বাজারজাতকরণ: | এই ব্যবসার সুবিধা হলো পিকআপ ভ্যানে এটি থাকবে বলে লোকসমাগম স্থানে এটি যখন-তখন স্থানান্তরিত করা সম্ভব। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে পারলে এই ব্যবসার ক্রেতা দিন দিন বাড়বেই। অফিসপাড়াতে এই ধরনের রেস্টুরেন্ট চলবে ভালো। এ ছাড়া বিভিন্ন অফিসে যোগাযোগের মাধ্যমে দুপুরের খাবার এবং বিকেলের নাশতা সাপ্লাই করা সম্ভব। |
|||
যোগ্যতা: | এটি সেবামূলক ব্যবসা বলে ভোক্তার সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ছাড়া বিশেষ কোনো যোগ্যতার দরকার নেই। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন