সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | এঁটেল মাটি, কানের দুলের আংটা, ম্যাটেরিয়াল পাথর, নরমাল সাদা পাথর, চিকন তার, সলিভিশন গ্লু, টারসেল, ব্ল¬কের রঙের কাঁচা গুঁড়া, বন্ধ ব্লকের রঙের কেমিক্যালস, কার্ড পেপার, ছোট পলিথিন। |
|||
প্রস্তুত প্রণালি: | মাটির গয়না ঘরে বসেই বানানো যায়। প্রায় সব উপকরণই পাওয়া যাবে চকবাজারে। প্রথমে মাটি পানি দিয়ে মাখিয়ে নিয়ে মন্ড তৈরি করতে হবে। এরপর নানা আকৃতির কানের দুল, মালা, চুড়ি বানিয়ে আগুনের পাশে রেখে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে আগুনের ভেতর দিয়ে লাল করে পুড়িয়ে নিতে হবে। এরপর প্রয়োজনীয় স্টোন বসিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিয়ে রং করতে হবে। |
|||
বাজারজাতকরণ: | কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের কাছে এই গয়না জনপ্রিয়। তাই কলেজ, বিশ্ববিদ্যালয়ের সামনে, শিশু একাডেমীসংলগ্ন ফুটপাতের পাশে বিক্রি করা যাবে। মেলাতে ও বিভিন্ন বুটিকসের দোকানে যোগাযোগ করে সরবরাহ করা যায়। |
|||
যোগ্যতা: | মাটির গয়না বাননোর জন্য প্রশিক্ষণ নিতে পারেন বিসিকে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন