সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ৫ থেকে ১০ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | অল্প পুঁজিতে ঘরে বসেই এ ব্যবসা করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | কাপড়, বড় টেবিল, অ্যাক্রামিন কালার রং ও ডিজাইন করার ডাইস, এনকে হোয়াইট পেস্ট, ডিপ নিউটেক্স, ম্যাটপেস্ট প্রভৃতি রাসায়নিক দ্রব্য। |
|||
প্রস্তুত প্রণালি: | পোশাকের ধরন দেখে ডিজাইন নির্বাচন করতে হবে। বড় টেবিলে কাপড় বিছিয়ে নিয়ে ডাইসে রং মিশিয়ে ছাপ দিলেই হয়ে যাবে ব্লক প্রিন্ট। বাটিকের ক্ষেত্রে একটু কষ্ট বেশি করতে হয়। অনেক সময় বাটিকের কাজে মোম ও ব্যবহার করা হয়। সুতা দিয়ে কাপড় বেঁধে নিয়ে নির্দিষ্ট প্রক্রিয়াতে রঙের মাঝে চুবিয়ে নিলেও বাটিক করা হয়। |
|||
বাজারজাতকরণ: | নারীরাই মূলত ভোক্তা। শাড়ি, থ্রিপিস, বিছানার চাদর, জানালার পর্দায় বেশি বেশি ব্লক এর কাজ করা হয়। যদিও এখন অনেক পুরুষই তাদের পোশাকে ব্লক বাটিকের কাজ করান। |
|||
যোগ্যতা: | শৈল্পিক মানসিকতা ও ধৈর্যই এর প্রধান যোগ্যতা। রং ও রাসায়নিক দ্রব্য কী অনুপাতে মেশাতে হবে, সে সম্পর্কে ধারণা থাকতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন