সম্ভাব্য পুঁজি: | ৫০০০০ টাকা থেকে ৮০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | প্রজাতিভেদে বিভিন্ন পাখি প্রতিটি ৬০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি করা যায়। |
|||
সুবিধা: | পাখি পোষা নিয়ে কমবেশি সবারই আগ্রহ থাকে। নিজের ঘরের বারান্দায় পাখি রাখার পাশাপাশি ছোট-বড় যে-কাউকে উপহার দেওয়া যায় পাখি। অল্প পুঁজি নিয়ে পাখি পুষে স্বাবলম্বী হতে পারে যে-কেউ। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | বিভিন্ন জাতের পাখি, খাঁচা, খাবার (যেমন- ধান, গম, সরিষা, সূর্যমুখী ফুলের বিচি ও কুসুম ফলের বিচি)। |
|||
প্রস্তুত প্রণালি: | বাড়ির ছাদে বা খোলা জায়গায় পাখি পোষার উপযুক্ত জায়গা ঠিক করতে হবে। পাখির ধরন বুঝে খাঁচা কিনতে বা অর্ডার দিয়ে বানাতে হবে। এরপর ককটেল, লাভবার্ড, কাকতাড়–য়া, কবুতর, টিয়া এসব পাখি পালতে হবে। এসব পাখির বংশ বিস্তার তাড়াতাড়ি হয়। বাচ্চা একটু বড় হলেই নতুন খাঁচায় সরিয়ে নিতে হবে। কবুতর বছরে ১২ থেকে ১৩ জোড়া বাচ্চা জন্ম দেয়। পাখির চাহিদা অনুযায়ী সরিষা, সূর্যমুখী ফুলের বিচি ও কুসুম ফলের বিচি খেতে দিতে হবে। |
|||
বাজারজাতকরণ: | বিভিন্ন জায়গায় ফেরি করে এসব পাখি বিক্রি করা যাবে। পরিচিত, আত্মীয়, বন্ধুরাই এর মূল ক্রেতা হয়ে ওঠে। |
|||
যোগ্যতা: | বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন