সম্ভাব্য পুঁজি: | ২০০০০০ টাকা থেকে ৩০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | এক সিজনে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা আয় করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | ঘর, চিক ফিডার, ফিডার, ব্রুডার, চট, বাল্ব, কেরোসিনের চুলা, পলিথিন, নেট ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | উঁচু জমিতে ঘর তৈরি করে মেঝেতে ৩ ইঞ্চি পুরু তুষ বিছিয়ে বিছানা তৈরি করতে হবে। এক দিনের বাচ্চা পালনের জন্য ঘরের এক কোনায় গার্ডার দিয়ে ঘের তৈরি করে বাচ্চার গা গরম রাখতে ব্র“ডারের ব্যবস্থা করতে হবে। বাচ্চা বড় হলে গার্ডার সম্প্রসারণও বড় করতে হবে। পাঁচ মাস বয়স হলে মুরগির খাবার ১২০ থেকে ১৩০ গ্রামের বেশি দেওয়া যাবে না। পাঁচ মাস বয়সী বাচ্চার জন্য সব সময় লাইটিং রাখতে হবে। নিয়মিত ভ্যাকসিন দিতে হবে। পাঁচ মাস পর থেকে মুরগি ডিম পাড়া শুরু করবে। একটানা ১২ মাস ডিম দেওয়ার পর মুরগি বিক্রি করে দিতে হবে। |
|||
বাজারজাতকরণ: | ডিম ও মুরগি বিক্রি করার জন্য স্থানীয় বাজারে দোকান আছে। |
|||
যোগ্যতা: | লেয়ার পালনে প্রশিক্ষণ নিতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন