সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | ৮০ হাজার থেকে ১ লাখ টাকা। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | লাউয়ের বীজ, বাঁশ, জি-আই তার, পাটকাঠি ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | আশ্বিন মাসে লাউয়ের চাষ শুরু করতে হবে। মাটিতে এক হাত দৈর্ঘ্য, প্রস্থ এবং গর্ত করে বীজ রোপণের জন্য গর্ত করতে হবে। পচা গোবর, খৈল এবং কম্পোস্ট সার মিশিয়ে গর্তে দিতে হবে। ১৫ দিন পর প্রতি গর্তে চারটি করে বীজ লাগাতে হবে। গাছ লতা আকার নেবার আগেই বাঁশ এবং জিআই তার দিয়ে মাচান বানাতে হবে। পোকার হাত থেকে বাঁচতে নিমপাতা বা তামাকপাতা সিদ্ধ পানি দিতে হবে। কীটনাশক দেওয়া উচিত নয়। এরপর নিয়মিত পানি দিয়ে পরিচর্যা করতে হবে। গাছ লাগানোর দুই মাস পর থেকেই ফলন শুরু হবে। লাউয়ের উৎপাদন শেষের দিকে এলে চিচিংগা বীজ লাগিয়ে দিতে হবে। চিচিংগা গাছে ফলন আসতে আসতে লাউগাছ মরে যাবে। বাড়তি পরিশ্রম ছাড়াই চিচিংগার ফলন পাওয়া যাবে। |
|||
বাজারজাতকরণ: | স্থানীয় কাঁচাবাজারেও বিক্রি করা যায়। এ ছাড়া পাইকাররা এসে কিনে নিয়ে যায়। |
|||
যোগ্যতা: | বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই। তবে লাউ চাষ সম্পর্কে ধারণা থাকলে ভালো। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন