সম্ভাব্য পুঁজি: | ৮০০০০০ টাকা থেকে ১৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | ধান/ শস্য কাটা ও মাড়াই করার কাজে ব্যবহার করার ছোট কৃষি যন্ত্র। একটি যন্ত্র তৈরি করতে খরচ হবে ৫-৬ হাজার টাকা। বিক্রি করা যাবে ৮-১০ হাজার টাকায়। প্রতিটি মেশিনে লাভ থাকবে ৩-৪ হাজার টাকা। |
|||
সুবিধা: | ঝুঁকিবিহীন লাভজনক ব্যবসা। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | কারখানা, দক্ষ শ্রমিক, পাইপ, কার্বন স্টিল, পেনিয়াম ও কার্বন স্টিল বে¬ড, ইঞ্জিন। |
|||
প্রস্তুত প্রণালি: | শস্য কাটার জন্য যন্ত্র তৈরি করতে পাইপ, কার্বন স্টিল, পেনিয়াম ও কার্বন স্টিল বে¬ডকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী একটার সঙ্গে অন্যটাকে জুড়ে নিতে হবে। এরপর এ যন্ত্রের সঙ্গে জুড়ে দিতে হবে দেড় অশ্বশক্তির পেট্রলচালিত ইঞ্জিন। ব্যস, তৈরি হয়ে গেল শস্য কাটার যন্ত্র। আর এ রকম একটি যন্ত্র দিয়ে এক একর জমির ধান কাটা যাবে দুই ঘণ্টায়। যন্ত্রটি তুলনামূলক হালকা হওয়ায় সহজেই ব্যবহার করা যাবে। |
|||
বাজারজাতকরণ: | সারা দেশের মাঠপর্যায়ের চাষিরা এ ধরনের যন্ত্রাংশের ভোক্তা। |
|||
যোগ্যতা: | কারিগরি জ্ঞান ও উদ্ভাবনী ক্ষমতা থাকতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন