সম্ভাব্য পুঁজি: | ৫০০০০ টাকা থেকে ১০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | ১০টি মৌ-বাক্সে এক বছরে আয় করা যায় ১ লাখ টাকা। দ্বিতীয় বছর এ আয় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায়। |
|||
সুবিধা: | একবার মৌ-বাক্স স্থাপন করলে ১০-১৫ বছর পর্যন্ত ব্যবহার করা যায়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | মৌমাছি, মৌ-বাক্স, মুখোশ, জ্যাকেট, ধোয়াদানি, মধু নিষ্কাশন যন্ত্র, সিল, ক্যাপ, কাটার ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | সাধারণত অ্যাপিস সেরেনা এবং অ্যাপিস সেলিফেরা জাতের মৌমাছি চাষের জন্য ভালো। মৌসুমের বিভিন্ন সময় ফসলের খেত বা বাগানে মৌ-বাক্স স্থাপন করা হয়। মৌ-বাক্স রাখার স্থানটি ছায়াযুক্ত, শুকনো এবং নিরিবিলি হওয়া প্রয়োজন। মৌমাছির অনিষ্টকারী জীব যেমন- পিঁপড়া, ইঁদুর, তেলাপোকা ইত্যাদি থেকে নিরাপদ জায়গায় রাখতে হবে। মৌ চাষের মৌমাছি নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করে, তবে বিরূপ আবহাওয়া এবং যখন মধুর মৌসুম থাকে না তখন খাবার দিতে হয়। |
|||
বাজারজাতকরণ: | মধুর বিভিন্ন ঔষধি গুণ থাকায় সবাই এটি কেনে। বিভিন্ন ওষুধ কোম্পানি মধুর ভোক্তা হয়। |
|||
যোগ্যতা: | মৌ চাষের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রয়োজন। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন