সম্ভাব্য পুঁজি: | ১০০০০০ টাকা থেকে ২০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | বিঘাপ্রতি প্রথম বছরে ৩০ হাজার ফুল, দ্বিতীয় বছরে ৬০ হাজার এবং তৃতীয় বছরে ৯০ হাজার ফুল উৎপাদিত হয়। বছরে ৩ থেকে ৫ লাখ টাকা আয় করা সম্ভব। যদিও ফুলের দাম ওঠানামা করে। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | পচা গোবর বা কম্পোস্ট সার, নারকেলের ছোবরা, ধানের তুষ ও বেলে দোআঁশ মাটি, ফুলের বীজ। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রখর সূর্যের আলোয় অর্কিড ভালো হয় না। বাণিজ্যিক ভিত্তিতে চাষের জন্য জমিতে শেডনেট দিয়ে ছায়ার ব্যবস্থা করতে হবে, যেন ৪০-৬০ ভাগ সূর্যের আলো প্রবেশ করতে পারে। এবার পচা গোবর বা কম্পোস্ট সার, নারকেলের ছোবরা, ধানের তুষ ও বেলে দোআঁশ মাটির সমপরিমাণ মিশ্রণের মাধ্যমে খেত তৈরি করতে হবে। এরপর সাকার বা টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত চারা লাগাতে হবে। চারা লাগানোর সময় সারি থেকে সারি ৩৫ সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে ২৫ সেন্টিমিটার। এরপর সপ্তাহে এক-দুই দিন ইউরিয়া টিএসপি ও এমপি মিশ্র সার পানিতে গুলিয়ে গাছে ¯েপ্র করতে হবে। |
|||
বাজারজাতকরণ: | ঢাকাসহ সব বিভাগীয় শহরে ফুল সরবরাহ করা যায়। |
|||
যোগ্যতা: | অর্কিড ফুল চাষ সম্পর্কে ধারণা থাকতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন