সম্ভাব্য পুঁজি: | ১০০০০০ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | নির্দিষ্ট করে লাভ বলা যায় না। তবে এক একর জমিতে গড়ে ৬০ মণ ধান উৎপন্ন হলে শতকরা ২৫ ভাগ পায় সেচ মালিক। একজন শ্রমিক ১৫ একর জমিতে সেচ দিতে পারবে। তাহলে পারিশ্রমিক পাবে ২২৫ মণ ধান। এক মন ধানের দাম ২৫০ টাকা ধরলে ৬০ মণ ধানের দাম হয় ৫৬ হাজার ২৫০ টাকা। এক একর জমিতে সেচ দিতে খরচ হয় ৭ থেকে ৮ হাজার টাকা। পাশাপাশি ধানের খড় বিক্রি করেও ভালো লাভ পাওয়া যায়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | এলএলপি ডিজেল ইঞ্জিন বা ইলেকট্রিক মোটর/এসটিডাব্লিউ ডিজেল ইঞ্জিন বা ইলেকট্র্রিক মোটর, দুজন শ্রমিক। |
|||
প্রস্তুত প্রণালি: | নদী, খাল বা মাটির নিচ থেকে পানি উত্তোলন করে সেচের মাধ্যমে কৃষকের কাছে বিক্রি করা হয়। |
|||
যোগ্যতা: | ইঞ্জিন সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়। ইঞ্জিনের ছোটখাটো পার্টস মেরামত করার দক্ষতা থাকা দরকার। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন