সম্ভাব্য পুঁজি: | ৫০০০০ টাকা থেকে ২০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ১০ থেকে ২৫ হাজার টাকা আয় করা সম্ভব। নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান হয়। একাগ্রতা আর পরিশ্রম থাকলে একটি নার্সারী থেকে অনেক নার্সারী করা সম্ভব। একজন ব্যবসায়ি কেবল নিজেই নিজের বস হতে পারে। আমরা বলি ব্যবসা করো নিজেই নিজের বস হও। ডু বিজনেস, বি ইওর বস।
|
|||
সুবিধা: | গ্রামাঞ্চলে কৃষি জমিতে বাণিজ্যিকভাবে নার্সারী করা যায় তেমনি শহরে বাড়ির ছাদেও নার্সারী করা যায়। জায়গা জমি নেই বলে বসে থাকলে হবে না। বাড়ির এক চিলতে উঠোনকে কাজে লাগিয়ে নেমে পরতে হবে। গ্রাম শহড় সবজায়গাতেই মানুষ এখন গাছ লাগানোর প্রতি মনোযোগি। মানুষের ক্রমবর্ধমান এ চাহিদাকে পুঁজি করে এগিয়ে যেতে হবে। নানা রকম দেশি বিদেশি ফলের চারা তৈরি করতে পারলে ক্রেতা পাওয়া যাবে। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | ভালো জাতের মাতৃগাছ, বীজ, দোঁআশ মাটি , পলিথিন, কাস্তে, কোদাল, চারা রোপনের জন্য জায়গা। এর সাথে কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। রাখতে হবে ডেডিকেশন। |
|||
প্রস্তুত প্রণালি: | যার যতটুকু জায়গা আছে তাকে পুঁজি করে এগোতে হবে। তবেে এক থেকে দুই বিঘা পরিমান উঁচু জমি হলে ভালো হ্য। বেলে দোআঁশ মাটি সব ধরনণের গাছ উৎপাদনের উপযোগী বলে এমন মাটি আছে সেই জায়গা নির্বাচন করতে পারলে আরো ভালো । জমিতে সেচ দেবার ব্যবস্থা রাখতে হবে। দুই বিঘা জমি কে চাষের উপযোগী করতে তিন থেকে চার ট্রাক পরিমাণ মাটির সাথে এ ট্রাক পরিমাণ গোবর মিশিয়ে পরিথিন দিয়ে ঢেকে রাখতে হবে এক মাস। অন্য জায়গায় ভালো জাতের মাতৃগাছ নির্বাচন করে টবে কিংবা মাটিতে আলাদা করে রোপন করতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী গ্রাফটিং, কাটিং বা লেয়ারিং করে চারা উৎপাদন করতে হবে। উৎপাদিত চারা পরিথিন বা টবে রাখতে হবে। |
|||
বাজারজাতকরণ: | গাছ লাগানোর জন্য গ্রাম শহর সব জায়গার মানুষই এখন সচেতন। এছাড়া সৌখিন মানুষ বাড়ির বারান্দা কিংবা অফিসের সৌন্দর্য আনতে গাছের চাষ করেন। তাই এর চাহিদা সবত্র। ক্রেতা নিজেই পণ্য নিতে নার্সারীতে আসেন। তবে ভ্যাণ গাড়িতে করে ফেরি কওে গাছের চারা বিক্রি করা যায়। |
|||
যোগ্যতা: | প্রশিক্ষন নিতে পারলে ভালো। স্থানীয় কৃষি অফিসের সাহায্য নিতে হবে। ডু বিজনেস, বি ইওর বস। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন