সম্ভাব্য পুঁজি: | ২০০০০০০ টাকা থেকে ৫০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ২ লাখ থেকে ১০ লাখ টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | উদ্ভিদ থেকে তৈরী হলেও এই বায়ো ফুয়েল প্রয়োজনীয় সব ক্ষেত্রেই ব্যবহার করা যাবে । |
|||
প্রয়োজনীয় উপকরণ: | সূর্যমুখী, নারিকেল, সুগারবিট, আখ, পাম, সয়বিন এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি। |
|||
প্রস্তুত প্রণালি: | আখের ছোবড়ার প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। এই ছোবড়া প্রথমে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে কাঁচামাল হিসেবে প্রস্তুত করা হয়। কাঁচামালে ট্রাইকোভার্মা ভিরিডি নামে একটি ছত্রাক যোগ করলে এগুলো বিভিন্ন ধরনের সেলুলাইটিক এনজাইম (এক ধরনের জারক রস) তৈরি করে। ওই জারক রস ছোবড়াকে ভেঙে গ্লুুকোজ, জাইলোজসহ অন্যান্য সরল শর্করায় পরিণত করে। এই সরল শর্করার দ্রবণে উপযুক্ত পরিবেশে স্যাকারোমাইসেস সেরিভিসি নামে আরেকটি ছত্রাক যোগ করলে অপরিশোধিত ইথানল তৈরি হয়। একে প্রত্রিয়াকরণের মাধ্যমে শতভাগ বিশুদ্ধ ইথানলে রূপান্তর করা হয় জ্বালানী। |
|||
বাজারজাতকরণ: | দেশীয় জ্বালানী তেলের বাজার দখল করতে পারে । |
|||
যোগ্যতা: | প্রশিক্ষন প্রাপ্ত দক্ষ লোক দিয়ে কাজ করাতে হবে । |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন