সম্ভাব্য পুঁজি: | ১০০০০০০ টাকা থেকে ৫০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে এক লাখ থেকে ৩ লাখ টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | কাঁচামালের সহজলভ্যতা রয়েছে । |
|||
প্রয়োজনীয় উপকরণ: | তুষ, ফিল্টার, ডিজেল ইঞ্জিন, ওয়াটার ট্যাংক, কারখানার জন্য জায়গা, লোকবল, গুঁড়া ভর্তি ফিল্টার। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রথমেই রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ধানের তুষকে অর্ধেক পুড়িয়ে গ্যাস উৎপাদন করা হয়। এরপর পাইপের সাহয্যে ওয়াটার ট্যাংকের মধ্যে প্রবাহিত করা হয়। পর্যায়ক্রমে কাঠের শুকনো গুঁড়া ভর্তি ৪টি ফিল্টার পর পর সাজিয়ে এর মধ্যে দিয়ে ঐ গ্যাস প্রবাহিত করা হয়। চার ধাপ শেষে আর একটি কাঠের গুড়ার ফিল্টারে প্রবেশ করিয়ে নিলে শতভাগ বিশুদ্ধ গ্যাসে পরিণত হবে। পরে একে ডিজেল ইঞ্জিনে প্রবাহিত করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই বিদুৎ প্রথমে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে যাবে। সেখান থেকে সাপ্লাই করা যাবে ইচ্ছে অনুযায়ী। |
|||
বাজারজাতকরণ: | বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান, সেচ প্রকল্প, আঁখ মাড়াই, পোল্ট্রি ফার্ম, মসলা উৎপাদন মেশিন, ডিশ লাইন, মোবাইল টাওয়ারসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা যাবে। |
|||
যোগ্যতা: | তুষ থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া জানা দক্ষ লোকবল দরকার । |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন