সম্ভাব্য পুঁজি: | ২০০০০০০০ টাকা থেকে ৫০০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | উৎপাদনের ওপর আয় নির্ভর করে। তবে ১০ থেকে ১৫ হাজার টন চিটাগুড় থেকে ফুয়েল করার ক্ষমতাসম্পন্ন একটি প্ল্যান্ট থেকে বছরে ১ থেকে ২ কোটি টাকা উৎপাদন করা সম্ভব। |
|||
সুবিধা: | প্রতিবছর দেশে ৩০ হাজার টন চিটাগুড় অবিক্রীত থাকে। তা দিয়েই উৎপাদিত হতে পারে ফুয়েল। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | চিটাগুড় ও ফুয়েল উৎপাদনের প্ল্যান্ট। |
|||
প্রস্তুত প্রণালি: | চিটাগুড় থেকে মোটর গাড়ি চালানোর উপযুক্ত পাওয়ার ইথানল উৎপাদন করা যায়। চিটাগুড় একটা পাত্রে মুখবন্ধ অবস্থায় বেশ কয়েক দিন রেখে দিলে ইথানল উৎপন্ন হয়। পেট্রলের সঙ্গে শতকরা ১০ ভাগ পাওয়ার ইথানল মিশিয়ে ফুয়েল পাওয়া যায়। |
|||
বাজারজাতকরণ: | দেশের তেল বাজারে ইতিবাচক ভূমিকা রাখবে। |
|||
যোগ্যতা: | পাওয়ার ইথানল উৎপাদনের প্রক্রিয়া জানতে । |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন